ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যারা দেশের স্বার্থে কাজ করবে, তাদেরই নমিনেশন দেব : নুর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘নতুন বাংলাদেশ গড়তে আমরা তরুণদের নেতৃত্বের সুযোগ দেব। যারা এই দলের আদর্শে বিশ্বাসী এবং স্থানীয়ভাবে জনপ্রিয়, তাদেরই আমরা নমিনেশন দেব।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বরগুনার আমতলীতে এক পথসভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন যে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে দেশের জন্য একটি স্থিতিশীল ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা যায়।

তিনি আশা প্রকাশ করেন যে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে দেশের জন্য একটি স্থিতিশীল ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা যায়।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, এখন সমতার বাংলাদেশ গড়তে হবে উল্লেখ করে নুর বলেন, ‘এখন আমরা একটি সহনশীল নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে বৈষম্য থাকবে না এবং সবার সমতা হবে। অতীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ বিভিন্ন অপকর্ম করেছে। তারা দেশটাকে তাদের দলীয় সম্পত্তি মনে করেছে, যা আর সহ্য করা হবে না।

তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে হামলা-মামলা থাকবে না। সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে।’

নুরুল হক বলেন, ‘তরুণদের নেতৃত্বের সুযোগ দিতে হবে। আগামী নির্বাচনে আমরা ৩শ’ আসনে প্রার্থী দেব, যারা আমাদের আদর্শে বিশ্বাসী এবং স্থানীয়ভাবে জনপ্রিয়।’

তিনি দেশের বর্তমান অস্থির পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, ‘যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ না করি, তাহলে আমাদের অর্জন হারিয়ে যাবে।’

ভিপি নুর, ঢাকার মিরপুরে সামরিক বাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনা উল্লেখ করে বলেন, ‘গার্মেন্টস সেক্টরের প্রতি বিরোধী রাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে, যা আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর।’

তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং পথসভা শেষে কলাপাড়া উদ্দেশ্যে আমতলী ত্যাগ করেন।