ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মে মাসে বিয়ে, জুলাই’য়ে শহীদ ছাত্রদলের রাব্বি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

হলো না যুগল জীবন যাপন, দেখা হলো না অনাগত সন্তানের মুখ। পৃথিবীর এতোসব মায়া  তুচ্ছ করে দেশের ডাকে সাড়া দিয়েছেন ছাত্রদলের রাব্বি। 

শহীদ মেহেদী হাসান রাব্বির বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে আবেগে আপ্লূত হয়েছে দেশের মানুষ। বিশেষকরে, শহীদ রাব্বির প্রাণের সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা ভিডিওটিকে শেয়ার, কমেন্ট, রিএক্ট করে আবেগ জানান দিচ্ছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, মাগুরার শ্যামল প্রান্তরে, নদীর ধারে শহীদ রাব্বি তাঁর সদ্য বিবাহিতা স্ত্রীর হাতে বেগুনি রঙের পানাফুল তুলে দিচ্ছেন। লালটুকটুকে বোউটাকে কোলে নিয়ে নদীর ধার ঘেঁষে হেটে চলেছেন বহুদূর।

জানাগেছে, গত মে মাসে বিয়ে করেছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক রাব্বি। সংসার শুরু করার আগেই জুলাই গণঅভ্যুত্থানে ঘাতকের বুলেট কেঁড়ে নেয় তাঁর প্রাণ। এরইমধ্যে স্ত্রীর গর্ভে এসেছে রাব্বি রেখে যাওয়া স্মৃতি। শুধু রাব্বি নেই, চলে গেছেন দেশের ডাকে সাড়া দিয়ে, চিরতরে।