ঢাকামঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বদির মন বিষণ্ণ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নানা ‘ব্যঙ্গাত্মক’ বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির মন বেশ বিষণ্ণ বলে জানা গেছে।

কারাগারে একেবারে চুপচাপ থাকেন তিনি। তবে কারা ডিভিশন না পেলেও নিজ গরজে ম্যানেজ করে নিচ্ছেন কিছু সুবিধা।

‘আঁই তোয়ারে ডরাই, অভাই আঁই তোয়ারে ডরাই’, তুমি হয়তো বুঝোনা তোমার বয়স কম— এমন অসংখ্য রসাত্মক বক্তব্যে রাজনীতির ময়দান চাঙ্গা রাখা বদিকে কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় গত ২১ আগস্ট চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেছিল র্যাব-৭। পরে কক্সবাজার আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তামজিদের আদালত তাকে কারাগারে পাঠান। ৬ সেপ্টেম্বর রাতে তাঁকে কক্সবাজার থেকে কড়া পুলিশ পাহারায় চট্টগ্রামে নিয়ে আসা হয়।