ঢাকাসোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“১৯তম সিইউডিএস ডিবেট ও পাবলিক স্পিকিং ওয়ার্কশপ” এর সমাপনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৩০, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

আজ ৩০ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো “১৯তম সিইউডিএস ডিবেট ও পাবলিক স্পিকিং ওয়ার্কশপ” এর সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সদ্য পদার্পণ করা শিক্ষার্থীদের বিতর্কের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং আদর্শ বিতার্কিক ও বক্তা হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

এই ওয়ার্কশপে পাবলিক স্পিকিং, নোভিস ডিবেট বাংলা ও ইংলিশ এই ৩টি সেগমেন্টে মোট ৭০০ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাবলিক স্পিকিং এ ১ম হন ঐন্দ্রিলা বড়ুয়া, ২য় হন তানজিম আশরাফ এবং ৩য় হন আয়েশা আক্তার তাসিন। নোভিস ডিবেট টুর্নামেন্ট(বাংলা) এ চ্যাম্পিয়ন হয় “টিম চেষ্টা” এবং রানার্স আপ হয় “টিম আয়রনি”। উক্ত সেগমেন্টে শ্রেষ্ঠ বিতার্কিক হন ঐন্দ্রিলা বড়ুয়া। নোভিস ডিবেট টুর্নামেন্ট(ইংলিশ) এ চ্যাম্পিয়ন হয় “ইনভেন্সিবল” ও রানার্স আপ হয় “কিউবিট”। উক্ত সেগমেন্টে আবারো শ্রেষ্ঠ বিতার্কিক হন ঐন্দ্রিলা বড়ুয়া।

ওয়ার্কশপের সমাপনী অনু্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ডঃ মুহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ডঃ মোঃ কামাল উদ্দিন, ডিন (ব্যবসায় প্রশাসন অনুষদ) এস এম নাসরুল কাদির , সিইউডিএস এর মডারেট প্রফেসর এ.বি.এম আবু নোমান ও সাবেক চেয়ারম্যান (মার্কেটিং বিভাগ)
ডঃ মোঃ জাভেদ হোসাইন। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দরা একে একে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর সিইউডিএস এর সদস্যরা গান, নাচ, আবৃত্তি ও নাটকের আয়োজন করে।