ঢাকামঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতি অপসারণে ১২ দলীয় জোট একমত : হাসনাত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২৭, ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে তাদের দাবির সঙ্গে একমত হওয়ার কথা জানিয়েছেন ১২-দলীয় জোটের নেতারা।

আজ রোববার (২৭ অক্টোবর) বিকেলে ১২-দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’ এ সময় দাবি আদায়ের পদ্ধতি কেমন হতে পারে, তা নিয়ে আলোচনা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপি পৃথকভাবে তাদের মতামত জানিয়েছে। তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত পেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

বিএনপিসহ সব রাজনৈতিক দল এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে বলে এ সময় আশা প্রকাশ করেন ১২-দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।

বৈঠকে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম, আরিফ সোহেল, উমামা ফাতেমা, আব্দুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য নাসিরউদ্দীন পাটোয়ারী, সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব।

১২-দলীয় জোটের পক্ষে উপস্থিত ছিলেন মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, লায়ন মো. ফারুক রহমান, শামসুদ্দিন পারভেজ ও আ স ম শামীম।