ঢাকামঙ্গলবার, ১০ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪০ হাজার পিস ইয়াবাসহ ঘুমধুম সীমান্তে দুই পাচারকারী আটক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২৬, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় ৩৪ বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।

 

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবি ঘুমধুম বিওপি’র বিশেষ টহলদলের সদস্যরা সীমান্তের বাংলাদেশ অংশের জলপাইতলী জনৈক জামালের মৎস্য ঘের নামক এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

 

আটক মাদক পাচারকারীরা হল, ঘুমধুম হেডম্যান পাড়া এলাকার কামাল হোসেনের ছেলে মো. রিয়াজ (১৮) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জুমের ছড়া এলাকার নুর হোছাইনের ছেলে মো. মুশফিকুর রহমান (১৯)।

শুক্রবার রাতে ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, সীমান্তের অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। আটক কারবারিরা প্রাথমিকভাবে সীমান্তের মাদক ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছেন। তারা অবৈধ পন্থায় পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে মাদক এনে রোহিঙ্গা ক্যাম্প সহ দেশের স্থানে সরবরাহ করে থাকে।

 

মাশরুকী বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ মাদক পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য প্রতিরোধ আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।