বৈচিত্র্যে শক্তি, একতাই সৃজনশীলতা” এই দর্শনকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যবসায় শিক্ষা অনুষদে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) কর্তৃক আয়োজিত, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রেজেন্টস ‘সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব ২০২৪’। গতকাল ২৫ অক্টোবর রোজ শুক্রবার ও আজ ২৬ অক্টোবর শনিবার ২ দিন ব্যাপি আয়োজিত হয় এ বিতর্ক প্রতিযোগিতা।
জাতীয় পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতায় দেশীয় বিতর্ক অঙ্গনের ৪৮ টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা বিতার্কিকরা অংশগ্রহণ করেছেন।
যার মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৮টি দল এবং স্কুল ও কলেজ পর্যায়ের ২০ টি দলের বিতার্কিকরা অংশগ্রহণে করেছে।
অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটিতে সঠিক মূল্যায়নের জন্য ছিলেন ৩০ জনেরও অধিক সুযোগ্য বিচারকমন্ডলী। বিতর্ক উৎসব পরিচালনায় মূল বিচারক পর্ষদে ছিলেন দেশসেরা সকল জনপ্রিয় ও সফল বিতার্কিকগণ। এছাড়াও স্বতন্ত্র বিচারক হিসেবে সারা বাংলাদেশ থেকে ৫০ এর অধিক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত থেকে অর্জন করেছে বিচারিক চর্চা ও অভিজ্ঞতা।
উৎসবটি ট্যাব ফর্ম্যাটের দুই পর্বের এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ে প্রতিটি দল চার রাউন্ড বিতর্ক করার সুযোগ পায়। প্রাথমিক পর্যায় উত্তরণ করে দলগুলো পরবর্তীতে ক্রমান্বয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে বিতর্ক করার সুযোগ পায়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফাইনালিস্ট দল ছিলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস(বিইউপি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন ( জুডো) ও রানারআপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ডিবেট ক্লাব (বিইউপিডিসি)।
ফাইনালে শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেন, চ্যাম্পিয়ন দলের, ফাতেমা তুজ জোহরা বৈশাখী।
এছাড়াও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে টুর্নামেন্টের সেরা বির্তাকিক হওয়ার গৌরব অর্জন করেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বিতার্কিক আলভী তনয়।
স্কুল পর্যায়ে,
ফাইনালিস্ট দল ছিলো,
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম এবং গভর্মেন্ট মুসলিম হাই স্কুল।
স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গভর্মেন্ট মুসলিম হাই স্কুল এবং রানার আপ দল বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।
স্কুল পর্যায়ে, টুর্নামেন্টের সেরা বিতার্কিক হওয়ার পাশাপাশি ফাইনালেও সেরা বক্তা হওয়ার গৌরব অর্জন করেন, গর্ভমেন্ট মুসলিম হাই স্কুলের বিতার্কিক সাদমান সারার।
স্কুল-কলেজ পর্যায়ে ফাইনালিস্ট দল ছিলো চট্টগ্রাম কলেজ এবং পটিয়া সরকারি কলেজ।
চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজ ও রানারআপ হয় পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম।
এ পর্যায়েও, টুর্নামেন্ট সেরা বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন সাদমান সারার এবং ফাইনালের সেরা বক্তা হওয়ার গৌরব অর্জন করেন, চট্টগ্রাম কলেজের বিতার্কিক
ইমরুল ইসলাম।
এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়, অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার। তিনি তার বিশ্ববিদ্যালয় জীবনের বিতর্কের অভিজ্ঞতা সবার সাথে বিনিময় করেন এবং সিইউডিএসকে কিছু গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মহোদয়, অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) মহোদয়, অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ক্লাবটির মডারেটর অধ্যাপক এবিএম আবু নোমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্টার সাব্বির হোসেন, আবুল খায়ের গ্রুপের ম্যানেজার আ ন ম ওয়াজেদ আলী, ক্লাব সভাপতি মারজুক ই ইলাহী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন।
এবার ‘সিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব ২০২৩’ এর টাইটেল স্পন্সর ছিলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান, ঢাকা। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল চবি এমবিএ এসোসিয়েশন, সহযোগী পার্টনার হিসেবে ছিলো বিএসআরএম, স্ন্যাকস পার্টনার হিসেবে ছিলো কুড়মুড়ে, বেভারেজ পার্টনার হিসেবে ছিলো স্টারশিপ এবং কফি পার্টনার হিসেবে ছিলো Ama Coffee.
এছাড়াও বিতর্ক উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি(সিইউডিএস) এর সভাপতি, মারজুক ই ইলাহী এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়টির বিতর্ক অঙ্গন ও দেশীয় বিতর্ক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শুধু তাই নয়, দীর্ঘ ২৮ বছরে কেন্দ্রীয় এই সংগঠনটি দেশের সীমানা পেরিয়ে বিশ্বের দরবারেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সফলতার সাথে প্রতিনিধিত্ব করে আসছে।