ঢাকামঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের হালিশহরে টায়ার ফ্যাক্টরিতে আগুন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২৪, ২০২৪ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের হালিশহরে একটি টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় ওই ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো  হয়েছে, হালিশহরের মৌসুমি আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ৯টা ২৫ মিনিটের দিকে খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।