ঢাকাশনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গভবনে ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টায় দুইজন গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২৩, ২০২৪ ১২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিকেল থেকে বঙ্গভবনের সামনে অবস্থান করছিল বিভিন্ন সংগঠনের আন্দোলনকারীরা। রাতের দিকে তারা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

এ সময় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। সংঘর্ষের সময় দুইজন গুলিবিদ্ধ হয় এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সূত্র জানায়, গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিকেল থেকে ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার মঞ্চসহ বেশ কয়েকটি সংগঠন বঙ্গভবনের রাস্তা আটকে বিক্ষোভ করছিল। তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

পরে সরকার তাদের সাথে বৈঠক করার আশ্বাস দিলে কিছু আন্দোলনকারী সেখান থেকে সরে যায়। তবে রাত পর্যন্ত আন্দোলনকারীদের একটি অংশ বঙ্গভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যায়। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে ছিল।

যখন আন্দোলনকারীরা বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, তখন পুলিশ ও সেনাবাহিনী তাদের ধাওয়া দেয়। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ মিনারে গণজমায়েত করে রাষ্ট্রপতিকে বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ করানোর জন্য ৫ দফা দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকারের ওপর চাপ সৃষ্টি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ঘোষণা করেন, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। তবে রাষ্ট্রপতি সম্প্রতি বলেন, তিনি শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে কোনো দালিলিক প্রমাণ পাননি এবং পদত্যাগপত্র সংগ্রহে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।