ঢাকাসোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি মিরসরাইয়ে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২৩, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় সরকার নির্ধারিত দামে ডিম বিক্রয় করা হচ্ছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এই ডিম বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়।

ডিম কিনতে আসা রাজু জানান, সরকার নির্ধারিত দামে ডিম পেয়ে অনেক ভালো লাগছে। বাজারে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে অতিরিক্ত দাম নিচ্ছে যা কাম্য নয়। তাই এমন উদ্যোগ গ্রহণ করায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরকে ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, সরকারের নির্ধারিত দামে আজ থেকে উপজেলার বিভিন্ন বাজারে ডিম বিক্রিয় করা হবে। প্রতিদিন ১২০০ ডিম বিক্রিয় করা হবে। বাজার নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই ভাবে ডিম বিক্রি করা হবে।