ঢাকাসোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া দরকার তা ছাত্রসমাজই নির্ধারণ করবে : সারজিস

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২১, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মতো মানুষ যদি বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্রের ডকুমেন্টস তিনি রাখেননি, তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া দরকার তা ছাত্রসমাজই নির্ধারণ করবে— এ কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর বিএমএ ভবনে রাষ্ট্র সংস্কার নিয়ে ইসলামী আন্দোলন আয়োজিত গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, জাতীয় পার্টি হলো একটি বিবেকহীন দল। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। তাদের নিয়ে রাজনৈতিক টেবিলে আলোচনা করার যুক্তি নেই।

দেশ থেকে ফ্যাসিবাদ সিস্টেম এখনও যায়নি উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক বলেন, বিভিন্ন এজেন্সি ও কুচক্রী মহল দেশে এখনও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের প্রতিহত করার ঘোষণা দেন তিনি