ঢাকামঙ্গলবার, ১০ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল নারীর মরদেহ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২১, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

নগরের চান্দঁগাও থানার বহদ্দারহাট এলাকায় গুলজার হোটেল নামে একটি আবাসিক হোটেলে ঝিনুক প্রকাশ লিপি (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় হোটেল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) ছবেত আলী বলেন, শনিবার স্বামী স্ত্রী পরিচয়ে দুইজন ব্যক্তি গুলজার আবাসিক হোটেলে রুম ভাড়া নেন। রুমের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে রোববার বিকেলে পুলিশকে খবর দেন হোটেল কর্তৃপক্ষ।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওড়না পেঁচিয়ে খুন করা হয়েছে। পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ ও ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য কয়েকজনকে থানায় আনা হয়েছে।