ঢাকামঙ্গলবার, ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসনাত-সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয় পার্টি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৯, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এ সিদ্ধান্তে অনড় রয়েছে দলটির নেতারা। অপরদিকে, এই ঘোষণার প্রতিবাদে নগরে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় পার্টির নেতাদের ক্ষমা চাইতে বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একইসঙ্গে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

জাতীয় পার্টির নেতারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের দলের দুই কর্মী পুলিশের গুলিতে নিহত হন। আন্দোলনের পুরো সময়ে তারা সক্রিয় ছিলেন। কিন্তু হাসনাত ও সারজিস আওয়ামী লীগের দোসর বলে তাদের রাজনৈতিক সংলাপে না ডাকতে ফেসবুকে পোস্ট করেন, যা অপমানজনক। এ কারণে মিথ্যা অপবাদ তুলে না নেওয়া পর্যন্ত হাসনাত ও সারজিসকে রংপুরে আসতে দেবে না জাতীয় পার্টি।

অপরদিকে, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রতিবাদে সোমবার রাতে নগরে এবং মঙ্গলবার বিকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা। তারা জাতীয় পার্টির এই ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়ে ক্ষমা চাইতে বলেছেন। অন্যথায় রংপুরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী রহমত আলী ও আশিকুর রহমান প্রমুখ। দুই পক্ষের এমন অবস্থানে রংপুরে উত্তেজনা বিরাজ করছে।

জাতীয় পার্টির অবস্থান-
রংপুর জেলা জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুর রাজ্জাক বলেন, ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আমাদের চেয়ারম্যান জি এম কাদের শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছেন। অথচ এখন আমাদের আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে, যা অপমানজনক।’

মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, ‘আন্দোলনে অংশ নিয়ে আমাদের দুই কর্মী নিহত হয়েছেন এবং অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এরপরও দুই সমন্বয়ক আমাদের স্বৈরাচার ও মেরুদণ্ডহীন বলে উল্লেখ করেছেন। তারা তাদের বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাদের রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছি আমরা।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘দুই সমন্বয়ককে রংপুরে অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত জেলা ও মহানগর জাতীয় পার্টির সর্বসম্মত। আমাদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিক্রিয়া-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ বলেন, ‘ছাত্র-জনতার মুক্তির লড়াইয়ে হাসনাত ও সারজিস বিপ্লবের নায়ক। তাদের অবাঞ্ছিত করার অধিকার জাতীয় পার্টির নেই। এজন্য তাদের ক্ষমা চাইতে হবে, না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘জাতীয় পার্টিকে অবিলম্বে তাদের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।’

জাতীয় পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুখোমুখি অবস্থানের কারণে রংপুরের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।