ঢাকাশুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দীর্ঘ ৫৬ দিন পর দৃশ্যমান রাঙামাটির ঝুলন্ত সেতু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৮, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ৫৬ দিন পর ভেসে উঠেছে রাঙামাটির সিম্বল ঝুলন্ত সেতু। দৃশ্যমান হয়েছে পানির নিচে ডুবে থাকা সেতুর পাটাতন। এরই মধ্যে শুরু হয়ে গেছে টিকিট বিক্রি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সেতুটির পাটাতন থেকে হ্রদের পানি নেমে গেলে সেটি দৃশ্যমান হতে শুরু করে। তাই শুক্রবার থেকে প্রবেশের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন টিকিট কাউন্টারের ম্যানেজার হাসান আহমেদ সোহেল। 

টিকিট কাউন্টারের ম্যানেজার বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে ২৩ আগস্ট থেকে নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে পানি নেমে যাওয়ায় কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা নিষেধাজ্ঞা তুলে নিয়েছি। শুক্রবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। আশা করি অসংখ্য পর্যটক এই সেতু দেখতে আসবেন।

পর্যটন নৌঘাটে দায়িত্বে থাকা মো. ফকরুল ইসলাম বলেন, দীর্ঘদিন সেতুটিতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। ঝুলন্ত সেতু রাঙামাটি বেড়াতে আসা পর্যটকদের মূল আকর্ষণ। এটি বন্ধ থাকায় তারা নিরাশ হয়ে ফিরে যেতেন। এখন আর সেটি হবে না।

উল্লেখ্য, রাঙামাটি জেলায় টানা বৃষ্টির কারণে পানি বেড়ে ঝুলন্ত সেতুটি তলিয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে গত ২৩ আগস্ট পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সেতুটিতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। এরপর দীর্ধ ৫৬ দিন পানির নিচে থাকার পর ভেসে উঠেছে সেতুটি।