জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে জাতিসংঘ। শুধুমাত্র তাই নয়, জাতিসংঘের পতাকাকেও এখন লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বর্বর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। খবর তাসের। রাশিয়ার এ কূটনীতিক বলেন, গাজায় জাতিসংঘের স্কুল, হাসপাতাল এবং শরণার্থী শিবিরগুলোতেও অবিরাম গোলাবর্ষণ করা হচ্ছে। গাজার হাসপাতালে কর্মরত স্বেচ্ছাসেবী ডাক্তারদের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম বলছে, প্রায় প্রতিদিনই শিশুদের মাথায় গুলি করার মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে গাজায়। দুই থেকে ১২ বছরের শিশুদেরও নির্বিচারে গুলি করে হত্যা করছে ইসরায়েল। তিনি ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় এসব কথা বলেছেন। রাশিয়ার এই কূটনীতিক জোর দিয়ে বলেন, এসব ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয় যে- গাজায় জাতিসংঘের পতাকা শুধু বেসামরিক নাগরিক, মানবাধিকার কর্মী এবং বেসামরিক অবকাঠামো রক্ষা করতেই ব্যর্থ হচ্ছে না, বরং আন্তর্জাতিক সংস্থাটি নিজেই আইডিএফের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। জাতিসংঘের ত্রাণ অফিস এবং ত্রাণকর্মীদের ওপর গুলি চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় এখন আর কোনো নিরাপদ স্থান বাকি নেই। এটি একটি তিক্ত বাস্তবতা। ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, অথচ পশ্চিমারা এখন মুখে কুলুপ এঁটে বসে আছে। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ ফিলিস্তিনিকে হত্যা এবং ৩২৯ জনেরও বেশি বেসামরিক লোককে আহত করেছে ইসরায়েলি বাহিনী।