ঢাকাশুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শীঘ্রই চসিকের নতুন মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. শাহাদাত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৭, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আদালতের রায়ের পর নির্বাচন কমিশন সংশোধিত গ্যাজেট প্রকাশ করায় আগামী রোববার বা সোমবার নতুন মেয়র হিসেবে শপথ নেওয়ার পথ অনেকটা নিশ্চিত হয়ে গেছে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের।

বিষয়টি নিশ্চিত করেছেন ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী ও চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. ইদ্রিস আলী।

তথ্যমতে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে গত ১৯ আগস্ট জারিকৃত বাংলাদেশের সিটি কর্পোরেশনসমূহের প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অংশ বিলুপ্ত করা হয়।

সংশোধিত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে মেয়র হিসেবে শাহাদাত হোসেনের শপথ গ্রহণে আর বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে আগামী রোববার বা সোমবারে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ তাকে শপথ পাঠ করাবেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর গোলাগুলি, সংঘর্ষ, হামলার ঘটনার মধ্যে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ সময় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি করেছিলেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

পরে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলা করেন মেয়র প্রার্থী ও নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর মেয়র রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করে ১৯ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

আদালতের রায়ের পর বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

গত ১ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করে ১০ দিনের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশের নির্দেশ দেন চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমীনের আদালত।

পরে আটদিনের মাথায় মঙ্গলবার (৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর স্থলে ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেন।