পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে খাগড়াছড়িতে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ারে পাহাড়ি ছাত্র পরিষদ ও ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটি কর্মসূচির আয়োজন করে।
মিছিল পরবর্তী সমাবেশে ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতৃবৃন্দ বক্তব্যে অভিযোগ করে বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যেখানে পাহাড়ের মানুষের অধিকার আদায়ে সবাই এক হচ্ছে সেখানে বিভেদের রাজনীতি করছে প্রসীতপন্থী ইউপিডিএফ। রক্তের হোলি খেলায় পাহাড়কে অশান্ত করার চেষ্টা হচ্ছে দাবি করে তাদের হুঁশিয়ারি দেন ইউপিডিএফ গণতান্ত্রিকের নেতারা।
সমাবেশে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর চাকমা, ছাত্র বিষয়ক সম্পাদক অমল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা, সহ-সভাপতি লবিয়ত চাকমা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।