ঢাকাসোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিম বেচাকেনা করার আশ্বাস পাহাড়তলীর আড়তদারদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৬, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত দামেই ডিম বেচাকেনা করার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার পাহাড়তলী আড়তদাররা। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁরা। 

যদিও এর একদিন আগে সোমবার (১৪ অক্টোবর) সরকারি দামে ডিম না পাওয়ার কারণ দেখিয়ে ডিম বেচাকেনার ঘোষণা দেয় আড়তদারদের একটি সংগঠন। তবে, সাঁটার লাগিয়ে ভেতরে বেচাকেনা চলেছে বেশি দামেই।

চট্টগ্রাম ডিম ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর লিটন বলেন, জেলা প্রশাসকের সাথে বৈঠক হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন সরকার নির্ধারিত দামেই ডিম সরবরাহ করা হবে। আগামীকাল সকাল থেকে আমরা আবারো বেচাকেনা শুরু করবো। সরকার নির্ধারিত দামের বাইরে ডিম সরবরাহ করলে অভিযোগ জানাতে বলা হয়েছে।’

মঙ্গলবার রাজধানীতে উৎপাদক এবং সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে নতুন দর নির্ধারণ করে দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নতুন দর অনুযায়ী, খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম ধরা হয়েছে ১১ টাকা ৮৭ পয়সা। আর উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৯১ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা।