শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সমিতির নেতাদের রাষ্ট্রীয় ছুটির দাবির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশের আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা।
তিনি বলেছেন, ‘আপনারা শুভ প্রবারণা পূর্ণিমায় ছুটির জন্য বলেছে। এটা আমি মন্ত্রী হিসেবে পারিনা। এটা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি প্রধান উপদেষ্টার ঘোষণা লাগবে। আপনাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলে আপনাদের হয়ে আমি সুপারিশ করবো।
ভিসা না পাওয়ার কারণে ভারতের গয়ায় তীর্থযাত্রায় যেতে না পারা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারত, নেপালের হাইকমিশনার দেখা করেছেন। তাদের আমি মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়েছি। ভিসা দেওয়া না দেওয়া ভারতের পলিসিগত ব্যাপার। তবে ভারতের হাইকমিশনারকে অনুরোধ করবো অন্তত পক্ষে যেসমস্ত বুদ্ধিস্ট তীর্থযাত্রায় যেতে চায় তাদের জন্য যেন স্পেশাল ভিসা ব্যবস্থা করেন।