চুয়েটের একমাত্র অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির বার্ষিক সাধারণ সভাটি সম্পন্ন করা হয় চুয়েটের ইনকিউবেটরে। উক্ত আয়োজনে ঘোষণা করা হয় জয়ধ্বনির ২৪-২৫ সেশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম। ঐ মুহূর্তে সভায় উপস্থিত ছিলেন ‘জয়ধ্বনি চুয়েটে’র উপদেষ্টা অধ্যাপক ড.সজল চন্দ্র বণিক স্যার এবং অধ্যাপক ড.সানাউল রাব্বি পাভেল স্যার। তাঁরা তাঁদের মূল্যবান দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন।
একইসাথে অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি ফারহান আনিস, সাধারণ সম্পাধক মুমতাহিনা আলম মুমু, সহ-সভাপতি(সাংস্কৃতিক) অর্পিতা সরকার এবং সাংগঠনিক সম্পাদক শুভাশিস নাথ হৃদয় । তাঁদের বক্তব্যে তাঁরা আলোচনা করেন বিগত সময়ে তাঁদের কমিটি কর্তৃক সম্পন্নকৃত কাজ সমূহ সম্পর্কে।
উক্ত সভার ঘোষণা অনুসারে নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ১৯ আবর্তের আব্দুল্লাহ আরশাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ১৯ আবর্তের ইশতিয়াক চৌধুরী।
এছাড়াও কমিটির সহ-সভাপতি(এডমিন) নির্বাচিত হয়েছেন ১৯ আবর্তের সৃজিতা ধর এবং সহ-সভাপতি(কালচারাল) হিসেবে নির্বাচিত ১৯ আবর্তের অনিন্দিতা দাশ। অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ১৯ আবর্তের নওরিন তাবাসসুম অর্পিতা। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অর্পিত হয়েছে ১৯ আবর্তের মুবীন আকিবের কাছে। এছাড়াও কমিটির আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন আরও বেশকিছু সদস্য।
অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আরশাদ এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক চৌধুরী বক্তব্য রাখেন এবং পরবর্তীকালের উদ্দেশ্য ও পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। শুরুতেই এই কমিটিটি গঠনের সুযোগ পাওয়ায় তাঁরা তাঁদের কমিটির সদস্যদের ও জয়ধ্বনির সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জয়ধ্বনির ভবিষ্যত কার্যক্রম সম্প্রসারণে তাঁরা প্রত্যয় ব্যক্ত করে। জানান যে জয়ধ্বনির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধাভিত্তিক, মননশীল ও সৃজনশীল চর্চার সুযোগ করে দেওয়া, ভবিষ্যতেও এই উদ্দেশ্য বাস্তবায়নে বিদায়ী কমিটির বর্তমান সাফল্যকে ধরে রেখে নতুন সফলতা অর্জনের অভিপ্রায় নিয়ে এগিয়ে যাওয়ার আশা রাখছেন।