কুতুবদিয়ার এ্যাংকরেজ এলাকায় এমটি ক্যাপ্টেন নিকোলাস এবং বি. এলপিজি সোফিয়া জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
নয় সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে কমোডর এম ফজলার রহমানকে, যিনি বন্দর কর্তৃপক্ষের সদস্য (হার্বার অ্যান্ড মেরিন)। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌপরিবহন ও বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
কমিটিতে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, ডিজিএফআই, এনএসআই এবং নৌপরিবহন অধিদপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
তদন্ত কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করা, জাহাজগুলোর আন্তর্জাতিক মান, এবং এলপিজির পরিবহন ও উপযুক্ততা নিরূপণ করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, ক্ষয়ক্ষতি ও দায়-দায়িত্ব নিরুপণ, ভবিষ্যতে দুর্ঘটনা রোধে সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল ওই জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
পরিবহন উপদেষ্টা এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং জাহাজগুলোর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।