ঢাকারবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে এলপিজিবাহী লাইটারেজ জাহাজে আগুন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১৩, ২০২৪ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে নোঙর করা এলপিজি বহনকারী দুটি লাইটারেজ জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। সবশেষে খবরে জানা গেছে, কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল জাহাজে থাকা ৩১ জনকে নিরাপদে উদ্ধার করেছে। জাহাজ দুটি হলো ‘এলপিজি সোফিয়া’ ও ‘ক্যাপ্টেন নিকোলাস’।

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ‘এলপিজি সোফিয়া’ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটিতে এলপিজি গ্যাস বোঝাই ছিল। তবে এলপিজি নিয়ে আসা তানজানিয়ার পতাকাবাহী বড় ট্যাংকার ‘ক্যাপ্টেন নিকোলাস’ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ক্ষয়ক্ষতি হয়নি।

জানা গেছে, ক্যাপ্টেন নিকোলাস ট্যাংকারে করে মোট ৪২ হাজার ৯২৫ টন এলপিজি বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানি করেছে পাঁচ প্রতিষ্ঠান। এর মধ্যে একটি ট্যাংকারে গত শুক্রবার ৩ হাজার ২৫০ টন এলপিজি স্থানান্তর করা হয়েছে। দ্বিতীয় দফায় স্থানান্তর করার সময় এ দুর্ঘটনা ঘটল।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘গভীর সাগরে নোঙর করা জাহাজে আগুন লাগার বিষয়টি সঠিক। বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। এছাড়া নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে জানানো হয়েছে।’

জাহাজে আগুন লাগার পর ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, নোঙর করা জাহাজে দাউ দাউ করে জ্বলছে আগুন।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, আগুন নেভাতে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দরের অগ্নিনির্বাপক জলযান কাজ করছে। নাবিক-কর্মী সবাই নিরাপদে উদ্ধার হয়েছেন।

এর আগে, চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল বহনকারী বাংলাদেশ শিপিং করপোরেশনের দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরপর পৃথক দুটি ঘটনায় বিএসসি নাশকতার আশঙ্কা করছিল।