ঢাকারবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বাসচাপায় ব্যবসায়ী নিহত, আহত ৩

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ১২, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ের পৌর সদরে বাসের চাপায় নুরুল আলম (৭৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীর সাহেবের মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন – অ্যারিস্টোফার্মার মার্কেটিং অফিসার রসুল আহমেদ (৩২), নছিমনচালক (ভটভটি) সাগর (২৫) ও তার সহকারী আশিষ কুমার দে (২৭)।

নিহত নুরুল আলম সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ইদিলপুর এলাকার মরহুম জালাল আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শী শেখ ফরিদ জানান, ‘সন্ধ্যার দিকে মীর সাহেবের মাজারের সামনে চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে রাখা মোটরসাইকেল, নছিমন (ভটভটি) ও সিএনজি অটোরিকশাকে টেনে ৫০ ফুট সামনে কলেজ রোডের মুখে নিয়ে যায়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা পথচারী নুরুল আলম নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে রাসূল আহমেদের হাত ভেঙে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আশিষ কুমার দে ও সাগরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।