চট্টগ্রাম নগরের হালিশহরে ওয়াসার খোঁড়াখুঁড়িতে পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। কিছু কিছু এলাকায় গ্যাস আছে নামেমাত্র, চাপ খুবই কম। মেরামতের কাজ চলছে, সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে কেজিডিসিএল।
শনিবার (১২ অক্টোবর) সকালে হালিশহর বি ব্লকে ওয়াসার স্যুয়ারেজের নতুন লাইন বসাতে গিয়ে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) দুই ইঞ্চি গ্যাসের পাইপলাইন কেটে ফেলে শ্রমিকরা। এরপর থেকেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা
হালিশহর এ ব্লকের বাসিন্দা শাহরিয়ার নাফিজ বলেন, ‘আমি ব্যাচেলর থাকি। কখন থেকে গ্যাস নেই তা ঠিক করে বলতে পারবো না। কিন্তু দুপুরের দিকে চা বানাতে গিয়ে দেখি চুলা জ্বলে না। এরপর আশপাশের খোঁজ নিয়ে দেখলাম কোন বাসায় গ্যাস নেই। হঠাৎ করে গ্যাস না থাকায় রান্নাবান্না হয়নি। ভালোই সমস্যায় পড়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিউল আজম খান বলেন, ‘ওয়াসা কাজ করতে গিয়ে আমাদের দুই ইঞ্চি গ্যাসের পাইপলাইন কেটে ফেলেছে। যার কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আমাদের মেরামতের কাজ চলছে। হয়তো দুই-তিন ঘণ্টা লাগবে। এরপরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।’