ঢাকাসোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে দুই ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধ জেলে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৯, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের বঙ্গোপসাগরে দুটি মাছ ধরার ট্রলারে হামলা, লুটপাট ও গুলি চালিয়েছে জলদস্যুরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন জহির আহমদ নামের এক জেলে। 

 

গত মঙ্গলবার দুপুর কক্সবাজার উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে হামলায় গুলিবিদ্ধ জেলে জহিরকে বুধবার বেলা ১১ টায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

গুলিবিদ্ধ জেলে জহির আহমদ নোয়াখালী জেলার বাসিন্দা।

 

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলের ছিদ্দিক আহমদের মাযের দোয়া ট্রলারটি ১৯ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায় ৭দিন আগে। মঙ্গলবার উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে মাছ শিকারের সময় হঠাৎ জলদস্যুরা তার ট্রলার ও পাশের আরেকটি ট্রলারে এক সাথে হামলা করে। তখন জলদস্যুদের গুলিতে আহত হন জেলে জহির। পরে দু’টি ট্রলারের মাছ, জাল, খাবার মোবাইল ডিজেল সব কিছু লুট করে নিয়ে যায়।

 

পরে ট্রলার মালিকরা খবর পেয়ে আহত জেলে জহির উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি হয়েছে এবং ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রলার মালিকরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান বোট মালিক সমিতির এ নেতা।