ঢাকাসোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের গুলিতে সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড, মরদেহ নিয়ে গেল বিএসএফ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৮, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ। গতকাল সোমবার সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইফতেখার হোসেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ নিয়ে যায়।

লে. কর্নেল ইফতেখার হোসেন বলেন, ‘ভারতের অভ্যন্তরে কামাল হোসেন নামের ওই যুবক গেলে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে গেছে। ওই যুবকের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএসের সাথে আমাদের কথা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে আমাদের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে।’