ঢাকাসোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সম্পূর্ণ শাটডাউন চলছে সিভাসুতে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৭, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) জ্যেষ্ঠ অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগের দাবিতে চলছে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি। সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি, বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রমও।

জানা গেছে, শিক্ষার্থীরা সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সমবেত হয়ে এই কর্মসূচি পালন করছে। সিভাসুর সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের সমর্থন জানিয়েছেন।

ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী নজরুল ইসলাম জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর থেকে তারা এই দাবিতে আন্দোলন করছেন। রবিবার প্রেস ব্রিফিং করে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন।

শিক্ষক ডা. রিদুয়ান পাশা দাবি করেন, ভিসি নিয়োগের ক্ষেত্রে আমাদের গুণীজনদের বাদ দেওয়া হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

প্রসঙ্গত, শিক্ষার্থীরা ১৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। যার মধ্যে রয়েছে স্মারকলিপি প্রদান, ক্লাস-পরীক্ষা বর্জন, বিক্ষোভ ও রোড ব্লক। বর্তমানে সিভাসুতে অচল অবস্থা বিরাজ করছে।