একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে ইউপিডিএফ–এর সংগঠক অংগ্য মারমার দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।
রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা।
এসময় সুদর্শন চাকমা বলেন, ‘গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও রাঙ্গামাটিতে এবং ১ অক্টোবর খাগড়াছড়ি শহরে সাম্প্রদায়িক হামলা সংঘটিত হয়। এ ঘটনার প্রেক্ষিতে আজ (রোববার) দেশের বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমার একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। ঐ সাক্ষাৎকারে সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক হামলার ঘটনায় পার্টির (পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-এমএন লারমা ) নাম উল্লেখ করে হীন স্বার্থে যে মিথ্যা, বানোয়াট, মনগড়া ও আত্মগত মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
লিখিত সংবাদ বিজ্ঞপ্তি তিনি আরো বলেন , ‘আমাদের পার্টি (জনসংহতি সমিতি) এই ধরণের কোন অশুভ কর্মকাণ্ডের সাথে যুক্ত নয়। আমরা মনে করি,পার্বত্য চুক্তি সম্পাদনের পর থেকে চুক্তিবিরোধী, স্বার্থান্বেষী যে সংঘবদ্ধ চক্র বিশেষ মহলের ছত্রছায়ায় থেকে পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে প্রতিনিয়ত বাঁধা সৃষ্টি করে নতুন চুক্তির কথা বলছে, পরিস্থিতিকে অস্থিতিশীল রেখে নতুন প্রজন্মকে বিপ্লব-বিপ্লব খেলায় মত্ত রেখে বিপদগামী করার পাঁয়তারা করে আসছে। সেই চক্রটিই এই ধরনের ঘটনাগুলোর জন্ম দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’