ঢাকামঙ্গলবার, ১০ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের আনোয়ারায় অচেনা তরুণীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৩, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের আনোয়ারায় ২৬ বছর বয়সী অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের চায়না ইকোনমিক জোনের সীমানা প্রাচীরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চায়ানা ইকোনমিক জোনের দেয়ালের ভেতর মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তার এক পায়ের কিছু অংশ শেয়াল কিংবা অন্য কোনো প্রাণী খেয়ে ফেলছে বলে ধারণা করা হচ্ছে।