ঢাকারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২, ২০২৪ ১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

তেল আবিবের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলজুড়ে সাইরেন বাজছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নাগরিকদের সতর্ক থাকতে এবং স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে। তারা জানান, “সাইরেন শুনলে নিরাপদ স্থানে যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে।”

ইরান ঘোষণা করেছে যে, লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তারা এর প্রতিশোধ নেবে।

আজ মঙ্গলবার, ইসরায়েলি বাহিনী লেবাননে সীমিত স্থল অভিযান শুরু করার পর ইরান তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রায় এক বছর আগে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছিল, যেখানে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। এই পরিস্থিতির মধ্যে আজ লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের শুরুতে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা নিয়েছে।

সূত্র: বিবিসি