ঢাকামঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি : ডা. শাহাদাত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি করপোরেশনের বিএনপির সাবেক কমিশনার ও নির্বাচনে দলের মনোনীত কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের একটি হোটেলে তিনি এ মতবিনিময় করেন। 

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদি আচরণের কথা উল্লেখ করে উপস্থিত নেতাদের ছাত্র-জনতার আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে ‘ভালো’ কিছু করার আহ্বান জানান।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান  হয়েছে সেই আন্দোলনে শেখ হাসিনা লক্ষণ সেনের মত পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। আর সেই ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ হয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদ ওয়াসিম। ছাত্র জনতার এই আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি। যার প্রেক্ষিতে আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলাফেরা করতে  পারছি। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার কারাগার থেকে মুক্ত হয়েছে।’

নেতাকর্মীদের সতর্ক করে কেন্দ্রীয় বিএনপির সাবেক এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ তাদের অপকর্মের কারণে আজ শেখ হাসিনাকে পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি। আপনাদের উপর জনগণ তাকিয়ে আছে। জনগণের কল্যাণে জনগণের পাশে থাকতে হবে। ভালো কিছু করতে হবে। প্রতিটি এলাকায় এলাকায়  ডেঙ্গু প্রতিরোধে গণ সচেতনা  বৃদ্ধি করতে হবে। উন্নয়নমূলক কর্মকান্ড করতে হবে।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর সামশুল আলম, আবুল হাশেম, শহীদ মোহাম্মদ চৌধুরী, ডা. নুরুল আবসার, মনোয়ারা বেগম, মোহাম্মদ ইসমাইল বালি, মোহাম্মদ সালাউদ্দীন, মো. সেকান্দর, অ্যাডভোকেট তারিক আহমদ, দিদারুর রহমান লাভু, সালাউদ্দিন কাউসার লাবু, সাদেকুর রহমান রিপন, মোঃ লিয়াকত আলী, মোঃ মহসিন, জালাল উদ্দীন জসিম,ফরিদুল আলম,   হাসান লিটন, হাসান চৌধুরী ওসমান, ইয়াকুব চৌধুরী, সিরাজুল ইসলাম রাশেদ,  আরিফুল ইসলাম ডিউক, মোঃ ওসমান, সোহরাব হোসেন, আবু মোহাম্মদ মহসীন,মোহাম্মদ হারুন, সায়েফুদ্দিন রাশেদ,মনোয়ারা বেগম মনি,জেসমিনা খানম,এড. পারভীন,কামরুন্নাহার লিজা, খালেদা বেগম,রোকসানা বেগম মাধু,আরজুর নাহার মান্না, শাহেনেওয়াজ চৌং,জিন্নাতুন নেছা জিনু, মাহমুদা সুলতানা প্রমূখ।