ঢাকামঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে সহিংসতার ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটি শহরের বনরূপা এলাকায় সহিংসতা ও সংঘর্ষের ঘটনার কারণ জানতে কাজ শুরু করেছে গঠিত তদন্ত কমিটি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে তদন্ত কমিটির সদস্যরা স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে নিয়ে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নূনুল্লাহ নূরী জানান, আমরা এসেছি মূলত সাম্প্রতিক যে সহিংসতার ঘটনা সেটি কেন ঘটেছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকাটা প্রণয়ন করা ও ক্ষয়ক্ষতির বিষয়টা সরকারকে জানানো। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের কোন ঘটনা না ঘটে তার জন্য সুপারিশ প্রণয়ন করা। এই তিনটা কাজই করা আমাদের মূল দায়িত্ব। এছাড়াও আমরা ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিদর্শন করছি, তাদের বক্তব্যগুলো নিচ্ছি। এগুলো আমরা একটা প্রতিবেদন আকারে সরকারের কাছে ১৪ কার্যদিবসের মধ্যে পৌঁছে দিব। সরকার যেহেতু তদন্ত কমিটি গঠন করেছে, সরকার এ ঘটনার বিষয়ে নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় তদন্ত কমিটির সদস্য রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তার, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।