ঢাকামঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউপিডিএফের সরকারের ৭ সদস্যের তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

গেল ১৯ ও ২০ সেপ্টেম্বর দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘটিত সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্তে সরকারের গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। একইসাথে জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে স্বাধীন ও অবাধ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

 

আজ (২৮ সেপ্টেম্বর,) এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে ইউপিডিএফ। সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা বার্তাটি পাঠিয়েছেন।

 

বিবৃতিতে সংগঠনটির সহসভাপতি নূতন কুমার চাকমা বলেন, ‘ইউপিডিএফের দাবিকে পাশ কাটিয়ে সরকার কর্তৃক বৃহস্পতিবার একতরফাভাবে তদন্ত কমিটি গঠন করা লোক দেখানো। এই কমিটির প্রতি পার্বত্য চট্টগ্রাম তথা দেশের জনগণের কোন আস্থা নেই’।

 

অতীতে বিভিন্ন সময় গঠিত তদন্ত কমিটিগুলোর ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘লোগাং গণহত্যা ও কল্পনা চাকমার অপহরণ তদন্তের জন্য গঠিত দু’টি তদন্ত কমিশন সম্পর্কে জনগণের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। এই কমিটিগুলো স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল’।

 

ইউপিডিএফের এই নেতা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতায় জাতিসংঘের তত্ত্বাবধান ও অংশগ্রহণে তদন্ত ছাড়া হামলার প্রকৃত কারণ ও অপরাধীদের চিহ্নিত করা সম্ভব নয়’।