ঢাকামঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা, রিমান্ড শেষে কারাগারে মেনন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার তিনদিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মাইনুল ইসলাম খান পুলক। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহর আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৭ সেপ্টেম্বর তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, ২০১৮ খ্রিষ্টাব্দে বেলা ১১টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারকালে প্রার্থী মির্জা আব্বাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন ইমাম হোসেন ইমন নামে এক ব্যক্তি।