ঢাকাবৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত-বাংলাদেশ ম্যাচের বিরোধিতা করে হিন্দু মহাসভার ধর্মঘট

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

টেস্ট সিরিজের পর ৬ অক্টোবর ভারতের গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ওই ম্যাচের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতের হিন্দু মহাসভা। যে কারণে ৬ অক্টোবর গোয়ালিয়রে বনধ বা ধর্মঘট ডেকেছে তারা। 

২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ ঘিরে কানপুরেও কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। সিরিজের সূচি ঘোষণার পরই কানপুর টেস্ট নিয়ে হুমকিও দিয়ে আসছিল ভারতের হিন্দুত্ববাদী সংগঠনটি। ম্যাচের দিন তারা স্টেডিয়ামের সামনের রাস্তায় অবস্থান নেওয়ার হুমকি দিয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছেড়ে ভারতে যান। শেখ হাসিনা দেশত্যাগের পর বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন-হামলা হয়েছে এমন দাবি তুলেছে গোয়ালিয়রের হিন্দু মহাসভার নেতারা।

দলটির সহ-সভাপতি জয়ভীর ভরৎদ্দাস দাবি করেছেন, বাংলাদেশের হিন্দুদের ওপর ‘সন্ত্রাসী’ হামলা করা হয়েছে। যে কারণে বাংলাদেশ সঙ্গে ভারতের ক্রিকেট খেলার অধিকার নেই। ধর্মঘট পালন করা হলেও নিত্য প্রয়োজনের ওপর কোন নিষেধাজ্ঞা থাকবে না বলে জানানো হয়েছে।

শুক্রবার কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে। এরই মধ্যে ওই টেস্ট ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কানপুরের এসিপি হারিশ চন্দর জানিয়েছেন, ম্যাচ ঘিরে তারা এরই মধ্যে পূর্ণ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখছি, নিরাপত্তার বিষয়ে আমরা কোন ছাড় দেব না। সেজন্য আমরা প্রয়োজনীয় পুলিশবাহিনী পাবো বলেও আত্মবিশ্বাসী।’ তারা ইন্ট্রিলিজেন্স ব্যুরো, স্টেট ইন্টিলিজেন্সসহ সকলের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সামলাবেন বলেও জানিয়েছেন।