ঢাকাবুধবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বমঞ্চে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে মাহফুজকে পরিচয় করালেন ড. ইউনূস

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির একজন সমন্বয়ক মাহফুজ আলম। যিনি মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত। আন্দোলনে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি আলোচিত। এবার বিশ্বমঞ্চে তাকে সেই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ তকমায় আখ্যায়িত করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ফাঁকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানে যোগ দেন ড. ইউনূস। অনুষ্ঠানের মঞ্চে তিনি সফরসঙ্গীদের তিনজনকে পরিচয় করিয়ে দেন। এসময় তার বিশেষ সহকারী মাহফুজ আব্দুল্লাহকে এই বিশেষণে পরিচয় করান প্রধান উপদেষ্টা। মঞ্চে আরও উপস্থিত ছিলেন ছিলেন প্রধান উপদেষ্টার দুই সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাইম আলী।

এসময় মাহফুজকে সামনে এগিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, গণ-অভুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও সে সব সময় বলে, সে একা নয়, আরও অনেকে আছে। তার কথা শুনলে সারা পৃথিবীর যেকোনো তরুণ অনুপ্রাণিত হবে।

ড. ইউনূস বলেন, তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনও শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের সাহায্য করবেন। যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এসময় তিনি বিল ক্লিনটনের হাত ধরে বলেন, আপনি আমাদের সাথে আছেন এ স্বপ্ন পূরণে।

তিনি আরও বলেন, তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন আপনি অবাক হবেন। আন্দোলনে তাদের দৃঢ়তা ও কঠোর মনোবল সম্পর্কেও জানান ড. ইউনূস।

উল্লেখ্য, সাধারণ পরিষদের অধিবেশন শেষে আগামী ২৭ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।