দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে আছেন তামিম ইকবাল। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের পর আর মাঠে দেখা যায়নি তাকে। তবে শীঘ্রই তিনি দেশের হোম অব ক্রিকেট হিসেবে খ্যাত মিরপুর শেরে বাংলায় ফিরতে পারেন। তবে সেটা আর ক্রিকেটার হিসেবে নয়। গুঞ্জন আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে আসতে পারেন তিনি। শোনা যাচ্ছে পরিচালক হলে ক্রিকেট অপারেশনসের প্রধানও হতে পারেন।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় তিনি বোর্ডের পরিচালক হয়ে আসবেন?
বিসিবির একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হয়ে আসতে পারেন তিনি। যেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ১০ ক্রিকেটার ও সব সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষাবোর্ড, বিকেএসপি ও কোয়াব মনোনীত প্রতিনিধিরা ভোট প্রদান করেন। এই ক্যাটাগরি থেকে ২০২১ সালে নির্বাচনে জয়ী হয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। ৪৩ ভোটের মধ্যে ৩৭ ভোট পেয়েছিলেন তিনি, তার একমাত্র প্রতিদ্বন্দ্বি নাজমুল আবেদীন ফাহিম পেয়েছিলেন ৩ ভোট।
রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই ফাহিম এখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত বিসিবি পরিচালক। একই প্রতিষ্ঠান মনোনীত আরেকজন পরিচালক ফারুক আহমেদ বসেছেন সভাপতির চেয়ারে। তারা দায়িত্ব গ্রহণের ‘স্বার্থের সংঘাত’ হয় এমন কিছু করতে দেবেন না। সুজন ছিলেন একাধারে বোর্ডের পরিচালক, আবাহনীর প্রধান কোচ, বিপিএলের ঢাকা ফ্র্যাঞ্চাইজির কোচের দায়িত্বে। এছাড়া একটি ক্রিকেট একাডেমিরও কোচ ছিলেন তিনি। নিজের কোচিং ক্যারিয়ার ঠিক রাখতেই বুধবার পরিচালক পদ থেকে সরে দাঁড়ান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
তার পদত্যাগের পর ক্যাটাগরি-৩ পরিচালক পদটি শূন্য হয়ে গেছে। আর সেই শূন্যস্থান পূরণ করতেই তামিম ইকবালকে পরিচালক করে বোর্ডে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছে বিসিবির একাধিক সূত্র। যদি তিনি পরিচালক হন, তবে বোর্ডের স্ট্যান্ডিং কমিটির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্বও তাকে দেওয়া হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি। এছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুকও তামিমকে বোর্ডে চান। নিজেই সেই আগ্রহের কথা প্রকাশ করেছিলেন তিনি।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফারুক প্রথম সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের করা প্রশ্নের জবাবে ফারুক বলেছিলেন, ‘আমি চাই তামিম আরও দুই-তিন বছর খেলবে। ওয়ানডে ফরম্যাটই হয়তো ভালো। আর যদি খেলতে না পারে, তাহলে বোর্ডে এলে আমি খুশি হব। সে সাবেক অধিনায়ক। তার মধ্যে নেতৃত্বগুণ আছে।’
তবে তামিমকে বোর্ডে শেষ পর্যন্ত দেখা যাবে কিনা সেটা বলে দেবে সময়। কেননা একই ক্যাটাগরিতে পরিচালক হওয়ার দৌড়ে নাম শোনা যাচ্ছে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটেরও। এছাড়া পরিচালক হয়ে বিসিবিতে আসতে পারেন ডিপিএলের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান তানজিল চৌধুরীও।