ঢাকামঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসের জন্য প্রস্তুত চট্টগ্রাম

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বৃহত্তম জশনে জুলুছের জন্য প্রস্তুত চট্টগ্রাম। রাত পোহালেই বের হবে জশনে জুলুছ। বরণে নগরের গুরুত্বপূর্ণ সড়কে বড় বড় তোরণ, হয়েছে আলোকসজ্জা। জুলুছে অংশ নিতে একদিন আগেই ষোলশহর আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেছেন সবাই। সোমবার (১৬ সেপ্টেম্বর) পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌র নেতৃত্বে লাখো মানুষ অংশ নেবেন জুলুছ বা ধর্মীয় ওই শোভাযাত্রায়। 

সোমবার সকাল ৮টায় জুলুছ মিছিল বের হবে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে। এরপর বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড় হয়ে আবারও মুরাদপুর, বিবিরহাট প্রদক্ষিণ করে ফিরবে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রাঙ্গণে। দুপুর ১২টায় মাহফিল এবং মাহফিল শেষে জোহরের নামাজ ও দোয়া অনুষ্ঠিত হবে।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সার্বিক সহযোগিতায় জুলুছের ৫৩তম আয়োজন এটি। এদিকে, জুলুছ উপলক্ষে নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক নির্দেশনাও।