চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন,বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর যে সমস্ত সন্ত্রাসী গুলি চালিয়েছে তারা এখনো ধরাছোঁয়ার বাইরে । বৈষম্য বিরোধী ছাত্র -জনতার আন্দোলন একটি ঐতিহাসিক আন্দোলন ছিল। স্বাধীনতা পরবর্তী একটি ফ্যাসিবাদী, দুর্নীতিবাজ, স্বৈরাচার, ভোট ডাকাত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন ভবিষ্যৎ কোন সরকারের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা আওয়ামী লীগ সরকারেকে প্রথম থেকেই বলে আসছিলাম কোন স্বৈরাচার সরকার বেশিদিন টিকে থাকতে পারে না। আপনারাও টিকতে পারবেন না। অতীতে কোন স্বৈরাচার সরকার টিকে থাকতে পারে নাই। কিন্তু চোরে শুনে না ধর্মের কাহিনী। আমরা যতই বলছিলাম ততই আমাদের বিরুদ্ধে নির্যাতনের মাত্রা দিন দিন বাড়িয়ে দিয়েছিল। শুধু নির্যাতন- নিপীড়নই করে নাই, করেছে গুম, খুন, দুর্নীতি আর দুঃশাসন। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে । লুটপাটে ব্যস্ত ছিল মন্ত্রী, এমপি, আমলাসহ আওয়ামীগের নেতারা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দাম্ভিকতা ছিল আকাশচুম্বী। স্বৈরাচার শেখ হাসিনার পতন এমনভাবে হয়েছে, যা বিশ্বের কোন দেশের স্বৈরাচার সরকারের পতন এমনভাবে হয়নি। এত বেশি দুর্নীতি, দুঃশাসন ও দাম্ভিকতা ছিল যার কারণে পালাতে হয়েছে শেখ হাসিনাকে।শেখ হাসিনার মন্ত্রী, এম.পি, আমলা থেকে শুরু করে দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির পাহাড় একে একে বের হয়ে আসছে।
তিনি আজ ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, দুপুরে নিজ কার্যালয় টিটমেন্ট সেন্টারে বিগত ৫ আগস্ট সকালে মনসুরাবাদ এলাকায় কারফিউ ভেঙ্গে ছাত্র জনতা মিছিল বের করলে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ জুয়েলকে ও হাবিবুর রহমানকে আর্থিক অনুদান প্রদান কালে এসব এ কথা বলেন।
ডা.শাহাদাত হোসেন আরো বলেন, এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত অনেকেই বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ছাত্র-জনতার আন্দোলনের সফলতা এনেছে তারাই। তারা এক একটা নতুন প্রজন্মের বীর। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, চট্টগ্রাম মহানগর ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক সালাউদ্দীন সাহেদ, যুগ্ম আহ্বায়ক সামিয়াত আমিন জিসান, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দীন বাবর,
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফারহান ফুয়াদ, চকবাজার থানা ছাত্রদল এর আহ্বায়ক আলাউদ্দীন আলো, হালিশহর থানা ছাত্রদল এর সদস্য সচিব সামিউল কবির সিয়াম,রামপুর ওয়ার্ড ছাত্রদল নেতা তানভীর রহমান সিজান, জামালখান ওয়ার্ড ছাত্রদল নেতা মাইনুল হাসান সহ প্রমুখ নেতৃবৃন্দ।