ঢাকাবৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শুল্ক কমলো আলু-পেঁয়াজের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৭, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

আলু ও পেঁয়াজের দাম কমাতে আমদানি শুল্কহ্রাস করেছে, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। তবে আমদানি পর্যায়ে, এখনও এর কোনো প্রভাব পড়েনি। ফলে চড়া দামেই পণ্য দুটি কিনছেন ক্রেতারা।

রাজধানীতে প্রতিকেজি আলু ৬০ টাকা এবং পেঁয়াজ ১১৫-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আলু আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। একই সঙ্গে আলু আমদানিতে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কও তুলে নেয়া হয়। একই সঙ্গে পেঁয়াজের ওপর প্রযোজ্য ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে এনবিআর।

আলু ও পেঁয়াজের সিংহভাগ চাহিদা অভ্যন্তরীণ উৎপাদনের মাধ্যমে মেটানো হয়। আমদানি শুল্কহার কম থাকলে দেশীয় উৎপাদকেরা ক্ষতিগ্রস্ত হন। এই পরিস্থিতিতে কৃষকদের আলু ও পেঁয়াজ উৎপাদনে উৎসাহ দিতে কীটনাশক আমদানি শুল্ক হ্রাস করা হয়েছে।