চট্টগ্রাম নগরের চেরাগি মোড় এলাকায় উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতি শান্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নগর পুলিশ কমিশনার। তার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছে বিক্ষোভরত ‘হিন্দু গণজাগরণ পরিষদ’।
শনিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতির দিক থেকে চট্টগ্রামের আলাদা ঐতিহ্যের কথা উল্লেখ করে, সেই ঐতিহ্য ধরে রেখে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার তাগিদ দেন। একই সঙ্গে তিনি ধর্মীয় সম্প্রতি বজায় রেখে দল-মত, ধর্ম বর্ণ ও পেশা নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি বাসযোগ্য, সুন্দর ও শান্তিপূর্ণ চট্টগ্রাম শহর গড়ে তোলার আহ্বান জানান।
সিএমপি কমিশনারে সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্ম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) লিয়াকত আলী খান প্রমুখ।
এর আগে উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে সিএমপির উপ-কমিশনারের কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু ধর্মীয় নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পূজার প্রতিমা নিয়ে যাওয়ার সময় নগরের মোমিন রোড এলাকায় একটি ভবনের উপর থেকে পানি নিক্ষেপের খবর ছড়িয়ে পড়লে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়৷ এ সময় বিবাদমান দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র নেতৃবৃন্দের সহায়তায় রাত আড়াইটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শনিবার সকাল থেকে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।