ঢাকাসোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রদের ওপর ‘গরম জল দিলেই হবে’ বলেছিলেন অরুণা বিশ্বাস

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

গেল জুলাইয়ে ছাত্র আন্দোলনে দমাতে ছাত্রদের ওপর গরম পানি ঢালার পরমর্শ দিয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। এই অভিনেত্রীর ভাষ্য ছিল, গরম জল দিলেই হবে। 

বিনোদন অঙ্গনের কয়েকজনকে নিয়ে গড়া ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে প্রকাশ্যে এসেছে। যে গ্রুপের নেতৃত্বে ছিলেন সাবেক তথ্যপ্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস।

এ প্রসঙ্গে অরুণা বিশ্বাসের মন্তব্য জানতে একাধিক মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যাইনি।

ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ওই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল গেল জুলাইয়ে ঘটা ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তারা সেখানে যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এমন মতামত দিচ্ছেন।

সেই গ্রুপে তথ্যপ্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসসহ অ্যাডমিন হিসাবে ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, নায়ক রিয়াজ ও সাজু খাদেম। তবে প্রকাশিত স্ক্রিনশট শটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাসসহ কয়েকজন।

বিষয়টি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা হয়। ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন। যদিও পরে এই পোস্ট সরিয়ে নেন এই নির্মাতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শোবিজের অনেক শিল্পীই প্রতিবাদ জানান, এমনকি রাজপথেও নেমে আসেন। তবে এদের মধ্যে অনেককেই এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন।