বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের দুই হাজার ৬৬টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে আজ দিবাগত রাত থেকে অভিযান চালাবে যৌথ বাহিনী।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো খুদেবার্তায় জানা গেছে, অস্ত্র ছাড়াও এখন পর্যন্ত তিন লাখ ২০ হাজার ৬৬০টি গুলি, আট হাজার ৯০৫টি টিয়ারগ্যাস সেল, দুই হাজার ৫৭৬টি সাউন্ড গ্রেনেড, ৭৫১টি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার হয়নি। এছাড়াও, আরও কিছু গোলাবারুদও রয়েছে এই তালিকায়।
এতে আরও বলা হয়, এখন পর্যন্ত ৩ হাজার ৭৬৩টি অস্ত্র ও ২ লাখ ৮৬ হাজার রাউন্ড গুলি, ২২ হাজার ১৩৯টি টিয়ার গ্যাস শেল ও ২ হাজার ১১৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে আরও কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
এদিকে, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ আজ মঙ্গলবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয় পুলিশ সদর দফতর। এ সময়ের মধ্যে জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।
অপরদিকে, অবৈধ অস্ত্র উদ্ধারে সারাদেশে বুধবার (৪ সেপ্টেম্বর) প্রথম প্রহর থেকে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।