বন্যার কারণে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন বাতিল করেছে বিএনপি। অনুষ্ঠান খরচের টাকা যাবে বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে।
বুধবার (২৮ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকে বিএনপি।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফখরুল বলেন, বন্যার কারণে প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। দোয়া মাহফিলে সীমাবদ্ধ থাকবে। বিএনপি মহাসচিব বলেন, অনেক জায়গায় গয়রহে মামলা দেওয়া হচ্ছে। এগুলো যাতে প্রশাসন যাচাই করে মামলা নেয়। ঢালাওভাবে মামলা বিপ্লবকে সুসংহত করবে না। বিপ্লব ব্যর্থ করতে ভারত থেকে অপপ্রচার চালানো হচ্ছে।