ঢাকাবুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম ছেড়ে কেউ কেউ যাচ্ছেন শহরে, ফেনীতে বানভাসিদের দুর্বিষহ জীবন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২৪, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফেনীতে বানভাসিদের এখন দুর্বিষহ জীবন। বাড়িঘরে পানি ওঠায় অনেকেই গ্রাম ছেড়ে যাচ্ছেন শহরে। কেউ-বা আবার স্বজনদের সন্ধানে ছুটছেন গ্রামে। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় মিলছে না খোঁজ। দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার।

এই জেলার সবখানেই এখন বানের জল। বসতবাড়ি-সড়ক, ডুবেছে সবই। গ্রামে-গ্রামে খাবার সংকট। স্থবির জীবনযাত্রা। পরিবার-পরিজন নিয়ে শহরমুখী অনেকে। কেউ আবার স্বজনদের সন্ধানে যাচ্ছেন গ্রামে। এ যেন এক দুর্বিষহ জীবন।

শহরে ছুটলেও নেই স্বস্তি। বন্যার আঘাত সব এলোমেলো করে দিয়েছে। যেমন বলা যায়, সদরের নতুন বাজার এলাকার মোল্লা বাড়ি। আধুনিক জীবনযাপনের সব ব্যবস্থাই রয়েছে বাড়িটিতে। পরিবারটি পরিচিত দানশীল হিসেবে। এখন তারা-ও ত্রাণের অপেক্ষায়।

শহরের স্বচ্ছল আরও অনেক পরিবারের একই অবস্থা। বাড়িঘর ছেড়ে তাদের আশ্রয়স্থল এখন শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবনে। থাকছেন বানভাসী অন্যদের সাথে।

দুর্গত এলাকাগুলোতে এখন বড় সংকট খাবারের। দিন কাটছে মুড়ি ও বিস্কুটের মতো শুকনো খাবার খেয়ে।