চট্টগ্রাম থেকে দেশের সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়ে বিভিন্নস্থানে রেললাইন ডুবে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।
রেলওয়ে পূর্বাঞ্চলের তথ্যমতে, চট্টগ্রামের দোহাজারী, নাজিরহাট রুটের বিভিন্নস্থানে রেললাইন ডুবে গেছে। ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। সিলেটেও রেলসেতু ডুবে গেছে। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের বিভিন্নস্থান ডুবে যাওয়ার পাশাপাশি পাহাড় ধসে মাটি পড়েছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান সিটিজি পোস্টকে বলেন, চট্টগ্রাম থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ১১টি আন্তনগর ট্রেন চলাচল করে। সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটের পাহাড়িকা এক্সপ্রেস ছাড়া কোন ট্রেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে যায়নি।