ঢাকাশুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“এই বন্যা প্রাকৃতিক নয়, ভারত সৃষ্ট”: চবি

ফাহিম শাহারিয়ার | চবি প্রতিনিধি
আগস্ট ২২, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের উপর ক্ষোভ প্রকাশ করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে।

 

গত দুইদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে গোমতী নদীর পানি বিপদ সীমার উপরে চলে গেলে ভারতে অবস্থিত ডুম্বুর বাধ এর সবগুলো গেট খুলে দেওয়ার ফলে গোমতী নদী সংলগ্ন এলাকায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। এছাড়াও ফেনী,

নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ দক্ষিন-পূর্বাঞ্চলে বিভিন্ন জেলায় চলমান বন্যার জন্য ভারতকে প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী করছে প্রতিবাদী শিক্ষার্থীরা।

 

আজ দুপুর বারোটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে তারা বিভিন্ন শ্লোগান এর মাধ্যমে ভারতের বিভিন্ন বাঁধের গেট খুলে দেওয়া কারণে আমাদের দেশে সৃষ্ট বন্যার জন্য ভারতকে দায়ী করে। ভারত বিরোধী সমালোচনায় শহীদ আবরার ফাহাদ কে স্মরণ করে তার তাদের বক্তব্য রাখে।

 

বক্তব্যে তারা আওয়ামী সরকারকে ভারতের দোসর বলে সাব্যস্ত করে। তারা দাবি করে গত ১৬ বছরে দেশের অস্থিতিশীলতার জন্য ভারত পরোক্ষভাবে জড়িত। ” যদি চাও মুক্তি, ছাড়ো ভারত ভক্তি”,”ভারতের দাদাগিরি ভেঙ্গে দাও গুড়িয়ে দাও”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” ইত্যাদি শ্লোগান দিয়ে তারা তাদের প্রতিবাদ চালিয়ে যায়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একে একে তাদের বক্তব্য রাখেন।

 

তাদের সকলের দাবী, ভারতের সাথে বিভিন্ন পানি চুক্তি নিয়ে আলোচনা এবং ভারতের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায়র মাধ্যমে দীর্ঘ এই সমস্যার সমাধান করা। তারা বর্তমান সরকারের প্রতি আস্থা রাখেন এবং বিশ্বাস করেন সরকার এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিবে।