আজ, ১৪ই আগস্ট, ❝বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন❞ এর ব্যানারে সপ্তাহব্যাপী ❝রেজিস্ট্যান্স উইক❞ এর অংশ হিসেবে চট্টগ্রামের ষোলশহর স্টেশনে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে ষোলশহর স্টেশন থেকে শহীদের স্থান অভিমুখে পদযাত্রা ও দোয়ার কর্মসূচি আয়োজন করা হয়
কর্মসূচির প্রধান দাবিগুলোর মধ্যে বিচার সহ চার দফা দাবি। চট্টগ্রামের সকল ছাত্র ও জনতা উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করে। এছাড়াও, সারাদেশে যেসব স্থানে আমাদের ভাইরা শহীদ হয়েছেন, সেসব স্থানে পদযাত্রা ও দোয়া কর্মসূচি পালন করে
উক্ত মিছিলে সাবাব ও সিজানের নেতৃত্বে একটি অংশ বিচারের দাবিতে নগরের বিভিন্ন পয়েন্টে অবস্থান ও মিছিল করে
এতে উপস্থিত ছিলেন শাবাব চৌধুরী, আশরাফুল আজম সিজান, ফাহিম চৌধুরী,রিফাত আরিজ,সাজ্জাদ,ইস্তিহাদ, নাইমুল এইচ হামিম, সুয়াদ আনোয়ার চৌধুরী, আরিফ ইসলাম, কামরুল সাকিব,হাসনাত, আফনান চৌধুরী, শরিয়ার নেওয়ার অভি, নাফিজ চৌধুরী, তৌসিফ খান, আরমান,ইলহাম শাবিব আনোয়ার চৌধুরী, এনায়েত ইসলাম, আবিদ চৌধুরী,রাফিন সহ নেতৃবৃন্দ..