নতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দলটি সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। আওয়ামী লীগের পাতানো সাম্প্রদায়িক উসকানি টিকবে না বলেও মন্তব্য করেন তিনি।
আজ সোমবার (১২ আগস্ট) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে নিতাই রায় এসব কথা বলেন। হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে চলমান সাম্প্রতিক নানাবিধ ষড়যন্ত্র বন্ধের দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে ‘শান্তির পথে আমরা বাংলাদেশি’ সংগঠন।
নিতাই চন্দ্র রায় বলেন, হিন্দুদের একটি অংশকে ওই পরাজিত শক্তি (আওয়ামী লীগ) ঢাল হিসেবে ব্যবহার করে নানা কথা বলছে, মানববন্ধন করছে। আওয়ামী লীগের পাতানো এই সাম্প্রদায়িক উসকানি টিকবে না। এই দ্বন্দ্ব সাম্প্রদায়িক নয়, এই দ্বন্দ্ব রাজনৈতিক। লুটেরা শক্তির বিরুদ্ধে ছাত্র-জনতার দ্বন্দ্ব।
বিএনপির ভাইচ চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে আইন ও বিচার বিভাগকে নিজের কুক্ষিগত করে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে কোনো ভোট হতে দেননি। তারা দেশে জনগণের ভোটাধিকারকে গুরুত্ব দেয়নি। এই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই-সংগ্রামের পর ছাত্র-জনতা অভূতপূর্ব বিপ্লব ও গণঅভ্যুত্থানের মাধ্যমে লুটেরা, রাষ্ট্র ধ্বংসকারী, গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, সম্প্রতি দেশে যে গণঅভ্যুত্থান ঘটেছে এতে হিন্দু-মুসলিম, ছাত্র-জনতা সবাই যোগ দিয়েছে। এখানে কোনো বিশেষ সম্প্রদায়ের পদক্ষেপ নেই। আজকে যে দ্বন্দ্ব হচ্ছে, এটা কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব নয়। এটি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সমগ্র জনগণের দ্বন্দ্ব, ছাত্র-জনতার দ্বন্দ্ব।