ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যেভাবে উপদেষ্টা বানিয়েছি, সেভাবেই গদি থেকে ছুঁড়ে ফেলতে দ্বিধা করব না : হাসনাত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ১২, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা খুনি স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, তাদের যেভাবে গদিতে বসানো হয়েছে, একইভাবে গদি থেকে নামিয়ে আনতে আমরা দ্বিধা করব না।

আজ সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টার পর বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শুরু করেন শিক্ষার্থীরা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা যাদের উপদেষ্টা করেছি, তাদের দেখছি, খুনিদের পুনর্বাসন করার  বক্তব্য দিচ্ছেন। আমরা সেইসব উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং, যখন কোনো বক্তব্য দেবেন, আপনার সামনে যেন ৫ আগস্টের গণভবনের চিত্রটা যেন মাথায় থাকে। আপনার সামনে যেন ৫ আগস্টের পার্লামেন্টের চিত্র মাথায় থাকে। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা খুনি স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, তাদের বলতে চাই—যেভাবে আপনাকে গদিতে বসানো হয়েছে, একইভাবে গদি থেকে নামিয়ে আনতে আমরা দ্বিধা করব না।  খুনিকে পুনর্বাসনের চেষ্টা করলে, সেই উপদেষ্টাদের বিষদাঁত ভেঙ্গে ফেলব। গণমাধ্যম প্রসঙ্গে হাসনাত বলেন, আমার মিডিয়া ভাইদের প্রতি বলতে চাই, আপনাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে; ভবিষৎতেও থাকবে। আমাদের আন্দোলনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মিডিয়ার অবদান অনস্বীকার্য। কিন্তু, কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। আপনাদের বলব, জনতার কাতারে নেমে আসুন।  খুনি হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে আর্ন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। সেখানে তার বিচার করতে হবে। রক্তের দাগ এখনো শুকায় নাই, বাতাসে রক্তের গন্ধ যায় নাই, মেডিকেলে এখনও কাতরাচ্ছে আমার ভাইয়েরা। সুতারাং, আপনাদের সাহস হয় কী করে, আপনারা এখন খুনি স্বৈরাচারকে পুনর্বাসন করবেন। যারা শিক্ষার্থী এখানে রয়েছেন তাদের বলতে চায়, সন্ত্রাসী ছাত্রলীগের রাজনীতি এ ক্যাম্পাসে আর হবে না।